সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘আজ আমরা যা করছি সবকিছুর ভিত্তি জাতির পিতা করে গেছেন’

প্রকাশিত: ১১:২০ এএম, ১৫ অক্টোবর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমরা যা কিছু করছি সবকিছুর ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন। আমাদের নিজস্ব প্রশাসন হবে এবং সেই প্রশাসনের কার্যক্রম চলবে এটাও তিনি নিজে সৃষ্টি করে গেছেন। তার হাতে গড়া প্রতিটি ক্ষেত্র।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে গণভবনের সঙ্গে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলো সংযুক্ত ছিল।

এ সময় জনগণের সেবায় প্রশাসনের নতুন কর্মকর্তাদের নিরলস কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সেবা নির্বিঘ্ন করতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ ধর্ষণসহ যেন অন্যায়ের বিচার পায় সে লক্ষ্যেই কাজ করছে সরকার। ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একুশে সংবাদ/এআরএম

জাতীয় বিভাগের আরো খবর