সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নির্বাচন কমিশনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩১ আগস্ট, ২০২১

নির্বাচন কমিশনে সম্প্রতি সাংবাদিক হয়রানির নিরপেক্ষ তদন্ত করে, এই ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ইসি ভবনের সামনে আয়োজিত সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
 

সাংবাদিকদের এসব দাবি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমাধান করা না হলে, সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় মানববন্ধনে।
 

এছাড়া, নির্বাচন কমিশনে হয়রানিমুক্ত পরিবেশে সংবাদ সংগ্রহ করার নিশ্চয়তা দেয়ার দাবি জানানো হয়েছে। ইসি ভবনে প্রবেশে পুলিশি হয়রানি, সাংবাদিকদের হুমকি ও নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের অসহযোগিতার বিরুদ্ধে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সেখানে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
 

নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহকারী সিনিয়র সাংবাদিক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, ডিআরইউর সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

 

একুশে সংবাদ/এসএম

গণমাধ্যম বিভাগের আরো খবর