সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ফোনে হুমকি, থানায় জিডি

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১১ এপ্রিল, ২০২১

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ফোনে হুমকি, থানায় জিডি

আমতলীতে উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজে এসাইনমেন্ট ও উপবৃত্তির নাম পাইয়ে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নজরুল ইসলামকে বিভিন্ন মাধ্যমে মামলা হামলার হুমকি দেওয়া হচ্ছে।  এ ঘটনায় সাংবাদিক নজরুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রসঙ্গত ‘ আমতলীর আঠারগাছিয়ায় উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজে এসাইনমেন্ট ও উপবৃত্তির নাম পাইয়ে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ' শিরোনামে একটি প্রতিবেদন গত (৬ এপ্রিল) মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর উক্ত ঘটনায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বিভিন্ন মাধ্যমে সাংবাদিক নজরুলকে মামলা ও হামলার হুমকি দিয়ে আসছে।

এঘটনায় সাংবাদিক নজরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং- ৩৩১ তারিখ (০৮ এপ্রিল  ২০২১ ইং)। ভুক্তভোগী সাংবাদিক নজরুল ইসলাম জানান, আমাকে মিথ্যা মামলায় ফাসানো ও হত্যার হুমকি দেওয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

একুশে সংবাদ/টি/আই

গণমাধ্যম বিভাগের আরো খবর