সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাবি শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে বাধা নেই

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২১ এএম, ২ ফেব্রুয়ারি, ২০২৩

মোশতাককে ‘শ্রদ্ধা’ বিতর্ক ঘিরে নাম আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সাথে হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

 

রহমতুল্লাহর বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ার পর তাকে অব্যাহতি দেয় ঢাবি প্রশাসন। গত ২০ এপ্রিল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এর আগে গত বছর ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

মো. রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নীল দলের প্যানেল থেকে তিনি শিক্ষক সমিতির সভাপতির পাশাপাশি আইন অনুষদের ডিনও নির্বাচিত হয়েছিলেন।

 

একুশে সংবাদ.কম/আ.ট.প্র/জাহাঙ্গীর

 

আইন আদালত বিভাগের আরো খবর