সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘আল্লাহ আমার সব সময় ভালো চেয়েছেন’

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৯ জুলাই, ২০২২

 

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা চৌধুরীকে  আদালতে তোলার পর মামলার তিনি বলেন ‘আল্লাহ ভরসা। আল্লাহ আমার সব সময় ভালো চেয়েছেন।’

 

এর কিছুক্ষণ পরই মামলার রায় ঘোষণা করা হলে ডা. সাবরিনাসহ মামলার ৮ আসামির ১১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

 

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। পরে তাদের আদালতে ওঠানো হয়।

 

গত ২৯ জুন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

আরও পড়ুন- ডা. সাবরিনাসহ ৮ আসামিকে ১১ বছেরের কারাদণ্ড

এর আগে গত ১১ মে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

 

মামলা এজাহার সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই  ২৭ হাজার মানুষকে ভুয়া রিপোর্ট দেয় তারা।

 

এ অভিযোগে গত ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করলে দুজনকে গ্রেফতার করা হয়।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা  

 

আইন আদালত বিভাগের আরো খবর