সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সহকারী জজ নিয়োগ দিচ্ছে বিজেএসসি

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২১

সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৪তম বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।

বিজেএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৫ মার্চে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সের বিষয়টি গণনা করা হবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার সনদ অনুয়ায়ী। বয়স কমানো–বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের নোটারি গ্রহণযোগ্য হবে না।

আবেদন করা যাবে http://www.bjsc.gov.bd এই ঠিাকানায়। বিজ্ঞপ্তিতে বা ওয়েবসাইটে সহকারী জজ নিয়োগের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়েছে। সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি দেখুন এখানে।

 

একুশে সংবাদ/প/আ

চাকরির খবর বিভাগের আরো খবর