সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে প্রভাবশালীদের নাম

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৫ মে, ২০২২

পি কে হালদারকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) রাতভর জিজ্ঞাসাবাদের পর রোববার (১৫ মে) সকাল থেকে চলছে লম্বা সময়ের জিজ্ঞাসাবাদ। এ সময় সকল অভিযোগ স্বীকার করে তার সহযোগীদের নাম বলে দিচ্ছেন বলে জানান ইডির কর্মকর্তারা। 

 

ইডির কর্মকর্তারা জানান, পি কে হালদারসহ তার সহযোগীদের দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তাদের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়। তাকে নারী কর্মকর্তারা পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে। 

 

ইডির কর্মকর্তারা বলেন, লম্বা সময়ের জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েন পি কে হালদার। অকপটে সকল অভিযোগ স্বীকার করে নিয়ে তদন্তকার্যে সব ধরনের সহযোগিতা করছেন তিনি। সেই সাথে নারী সহযোগীও তদন্তে সহায়তা করছেন বলে জানা গেছে।

 

১৭ মে পর্যন্ত ইডির হেফাজতে থাকবে পি কে হালদার। তাই এরপর মামলা সিবিআই’র হাতে যেতে পারে বলে জানা গেছে। পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম উঠে এসেছে। 

 

পি কে হালদার বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুট করে পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়েছিলেন। 

 

একুশে সংবাদ.কম/য./জা 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর