সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সড়ক দুর্ঘটনায় মেডিকেলের ৭ ছাত্রের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত মেডিকেল ছাত্রের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।  
মৃতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের এক বিজেপি কর্মকর্তার ছেলেও। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়ার্ধার সেলসুরায়।
এদিকে মৃতদের প্রতি শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুলিশ সূত্রে খবর, সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গাড়ি করে যাচ্ছিলেন সাত মেডিকেল ছাত্র।
ধারণা করা হচ্ছে, ওয়ার্ধার সেলসুরা এলাকায় গাড়ির সামনে আচমকা চলে আসে কোনো প্রাণী। তা দেখে ব্রেক করেন চালক। কিন্তু গাড়ির গতিবেগ বেশি থাকায় গাড়িটি উল্টে গিয়ে পড়ে রাস্তার পাশের নর্দমায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাঙডালের ছেলে আবিষ্কারসহ সাত মেডিকেল ছাত্র।

মৃতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এসএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর