সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রের একাধিক ফ্লাইট বাতিল করল চীন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১১ জানুয়ারি, ২০২২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৬০টিরও বেশি শিডিউলভুক্ত ফ্লাইট বাতিল করেছে চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ার কারন হচ্ছে বিমানে আসা অনেক যাত্রীর করোনা শনাক্ত হওয়ায়, কঠোর অবস্থানে চীন।

এই বিষয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, করোনা মহামারি বিধানের আওতায় চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি) সাংহাইয়ে যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী ২২টি ফ্লাইট বাধ্যতামূলক বাতিল করেছে। এসব  ফ্লাইটের মধ্যে ১০টি ডেল্টা এয়ার লাইনসের, ৬টি ইউনাইটেড এয়ারলাইনসের এবং ৬টি আমেরিকান এয়ারলাইনসের।  

একই বিষয়ে ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, তারা গত শুক্রবার ডেট্রইট থেকে সাংহাই ফ্লাইট বাতিল করেন। এছাড়া ফ্লাইট বাতিল করেছেন ১৪ জানুয়ারির।

একুশে সংবাদ/রাফি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর