সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে ফের একদিনেই মৃত্যু প্রায় ৬০০

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫২ পিএম, ৩১ জুলাই, ২০২১

গত কয়েকদিন ভারতে ধীরে ধীরে কমতে শুরু করেছিল মৃত্যু ও সংক্রমণ।সেই সাথে কমছিল সক্রিয় রোগীর সংখ্যাও। তবে দু এক দিন ধরে আবারও কিছুটা বাড়তে শুরু করেছে এই সংক্রামন ও মৃতের সংখ্যা। এ সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থতা কমেছে,বেড়েছে মৃত্যু। এছাড়া ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমনে উদ্বেগ কমছে না কাছুতেই।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।  অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৩৮ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৪১ হাজার ৬৪৯ জনের দেহে। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে আড়াই হাজারের বেশি।  

এ নিয়ে শনিবার (৩১ জুলাই) পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জনে। আর মৃতের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৮১০। 

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় শনিবারও বজায় রয়েছে  উল্টো চিত্র। ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে ফের বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ২৯১ জন। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৯২০।

দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৭  শতাংশ।

একুশে সংবাদ/ঢা/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর