সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চীনের বিরুদ্ধে ‘সাইবার হামলা’র অভিযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২০ জুলাই, ২০২১

মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলার অভিযোগ 
উঠেছে চীনের বিরুদ্ধে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা এ বছরের শুরুতে এ হামলা চালানো হয় বলে দাবি করছে। খবর: বিবিসি।

এ হামলায় বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে।

বিবিসি বলছে, ইইউ একটি বিবৃতি দিয়ে জানায়, এই সাইবার হামলা হয়েছে চীনা ভূখণ্ড থেকে। যুক্তরাজ্য বলছে, ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক তথ্য নেয়ার জন্য এমনটি করেছে।

কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে হ্যাকিং অভিযান চালিয়ে আসছে চীন এমনটাই দাবি করেন ক্যালিফোর্নিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি রেন্ডি গ্রোস ম্যান। তবে  বরাবরের মতো এবারও অভিযোগ অস্বীকার করেছে চীন।

একুশে সংবাদ/জা/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর