সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সোমালিয়ায় আবারও আত্মঘাতী বোমা বিস্ফোরণ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৬ জুন, ২০২১

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের সারিতে আত্মঘাতী হামলাকারী লুকিয়ে ছিল, বলে জানান সেনা কর্মকর্তা মোহাম্মদ আদান।

ওই সেনাক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠার পরেই হতাহতের এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর বার্তাসংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী হাসপাতালে মৃতদেহগুলো গণনা করে ১৫ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও জঙ্গিগোষ্ঠী আল শাবাবকেই দায়ী করছে দেশটির সরকার। দেশটির এক নিরাপত্তা চৌকিতে ২০১৯ সালে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৮১ জন প্রাণ হারান। গত ১৮ মাসের মধ্যে এটি সবচেয়ে নৃশংস হামলার ঘটনা।

একুশে সংবাদ/পলাশ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর