সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবশেষে হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২০ জানুয়ারি, ২০২১

অবশেষে হোয়াইট হাউস ছাড়লেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়।এর পরই ভোরে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ ছাড়েন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। 

নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে তিনি থাকছেন না। তিনি চলে যাচ্ছেন ফ্লোরিডার গলফ ক্লাবে।

নিজের বিদায় অনুষ্ঠানও ওয়াশিংটন ডিসির বদলে মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে আয়োজন করেছেন। মেরিন ওয়ানে করে সেখানেই রওয়ানা হয়েছেন ট্রাম্প।খবর সিএনএন ।

বিবিসি জানায়, ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে অতিথিদের স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় (জিএমটি ১২:১৫) উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। 

আজ বুধবার আমেরিকার জনগণ তাদের নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা পরই ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই আমেরিকার সিংহাসনে বসবেন এই মার্কিন প্রেসিডেন্ট।  

একুশে সংবাদ/ ড/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর