সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৫ জানুয়ারি, ২০২১

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত কয়েক শত মানুষ। 

স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ৬.২ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

ভূমিকম্পের উৎস মাজনে শহরের উত্তর-পূর্বের ৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর সিএনএন ।


এর আগে ২০১৮ সালে সুলাওসির পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।


একুশে সংবাদ/ য/এস
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর