সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৬ সপ্তাহে করোনার নতুন প্রজাতির টিকা : বায়োএনটেক 

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসের নতুন প্রজাতির টিকা ৬ সপ্তাহ লাগবে তৈরি করতে । বিষয়টি নিশ্চিত করেছে জার্মান সংস্থা বায়োএনটেক।

এদিকে নতুন প্রজাতির করোনাভাইরাসটি ৭০% দ্রুত  গতিতে ছড়িয়ে পড়ছে। এর পরই কড়াকড়ি আরোপ করেছে ব্রিটেনসহ কয়েকটি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ নিয়ে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন নেই। করোনার নতুন প্রজাতির টিকা তৈরি করতে মাত্র ৬ সপ্তাহ লাগবে।

মার্কিন ওষুধ তৈরির প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে মিলে করোনার টিকা তৈরি করেছে বায়োএনটেক। এরই মধ্যে তারা করোনার নতুন প্রজাতির টিকা তৈরির কাজ শুরু করেছেন। খবর টেলিগ্রাফের

বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগুর শাহিন বলেন, ‘প্রাথমিক পর্যবেক্ষণের পরে মনে করছি, আমাদের তৈরি করোনা টিকা ব্রিটেনে পাওয়া নতুন ভাইরাস প্রজাতির সংক্রমণ প্রতিরোধে সক্ষম। তবুও যদি প্রয়োজন হয়, আমরা ৬ সপ্তাহের মধ্যেই নতুন টিকা তৈরি করে ফেলতে পারব, যা নতুন প্রজাতির বিরুদ্ধে নিশ্চিত ভাবেই কার্যকরী হবে।

একুশে সংবাদ/জি/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর