সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লাইভে করোনা ভ্যাকসিন নিলেন বাইডেন

একুশে সংবাদ প্রকাশিত: ১০:০৪ এএম, ২২ ডিসেম্বর, ২০২০

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন নেন তিনি।

এক টুইট বার্তায় ভ্যাকসিন নেওয়ার বিষয়টি বাইডেন নিজেই জানিয়েছেন।

নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, ‘ আজ আমি করোনা টিকা নিলাম। যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।’


এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়। সর্বপ্রথম এ টিকা নেন ৯০ বছরের বৃদ্ধা মার্গারেট কিনান।

একুশে সংবাদ/ক/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর