সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবার ইতালিতে মিলল করোনার নতুন প্রজাতি

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২১ ডিসেম্বর, ২০২০

এবার ইতালিতে দু’জনের দেহে মিলল ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস।কিছুদিন আগে ব্রিটেন থেকে এক আক্রান্ত ও তাঁর সঙ্গী ইতালিতে ফেরেন। বিমানে প্রথমে তারা রোমের ফিউমিসিনো বিমানবন্দরে নামেন। আপাতত তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

রোববার ইতিালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের এই নতুন প্রজাতি প্রথম মেলে ব্রিটেনে। আগের তুলনায় ৭০ ভাগ গতিতে ছড়াচ্ছে এই ভিন্ন বৈশিষ্ট্যের ভাইরাসটি। নতুন এই প্রজাতিটিকে নিয়ে গোটা ইউরোপে আতঙ্ক ছড়িয়েছে।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ব্রিটিশ প্রশাসন। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং লন্ডনে নতুন করে লকডাউন ঘোষণা করেছে বরিস জনসনের সরকার।

ইতিমধ্যেই ইউরোপের বহু দেশ ব্রিটেন থেকে আসা বিমানের ঢোকা নিষিদ্ধ করেছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করেছে। ব্রিটেন সীমান্ত বন্ধ করে দিয়েছে বেলজিয়াম। নতুন করে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাই আগাম সতর্কতা হিসেবে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছে জার্মানি। 

ইটালিতে করোনার নতুন প্রজাতি ঢুকে পড়ায় তারাও ব্রিটেনের সব বিমান বাতিল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একুশে সংবাদ/আর.ট/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর