সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বে ২৪ ঘন্টায় নতুন মৃত্যু ৮ হাজার

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫৭ এএম, ৮ ডিসেম্বর, ২০২০

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু সংখ্যা ১৫ লাখেরও বেশি। আর একদিনে সাড়ে পাঁচ লাখসহ মোট সংক্রমণ ৬ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে।

এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে আজ (মঙ্গলবার) শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকার প্রয়োগ। এতে প্রাধান্য পাবে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিকরা।

অন্যদিকে, ফাইজার-বায়োএনটেকের পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারে, ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়েছে দেশটির টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট-এসআইআই।

তবে করোনার টিকা প্রদান বাধ্যতামূলক না করে মানুষকে টিকা নিতে উৎসাহ দেয়ার বিষয়ে জোর দিতে আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া আসন্ন বড়দিনকে ঘিরে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্থনি ফাউচি। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ লাখ ৯৮ হাজার ৭৯২ জনসহ এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষের।

একুশে সংবাদ /এ/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর