সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ১৫ লাখ

প্রকাশিত: ১০:১২ এএম, ৪ ডিসেম্বর, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ লাখেরও বেশি মানুষ মারা গেছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৪৯৮। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৫ লাখ ১১ হাজার ৭১৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৮০৫।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৬। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন।

একুশে সংবাদ/ঢা/এআরএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর