সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাইডেনকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না পুতিন

প্রকাশিত: ১১:০৮ এএম, ২৩ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এখনও জো বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন বলেও মন্তব‌্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এছাড়া যুক্তরাষ্ট্রের যেকোনো নেতার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট। 

রোববার (২২ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন জনগণের প্রতি যার প্রতিশ্রুতি রয়েছে, আমরা তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত। তবে এজন‌্য যে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, তা কেবল দিতে পারে, নির্বাচনে কোনো বিরোধী দল পরাজয় মেনে নিয়ে জয়ী দলকে অভিনন্দন জানানোর মাধ‌্যমে। অথবা কোনো যথাযথ প্রক্রিয়ার মাধ‌্যমে।

মার্কিন নির্বাচনের পর থেকে পুতিনের এই মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ, অন্তত যারা বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেননি তাদের মধ‌্যে অন‌্যতম।
এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময়ে পুতিনের সঙ্গে ‘বন্ধুসুলভ’ আচরণ ছিল চোখে পড়ার মতো।

ডেমোক্র‌্যাট প্রার্থী জো বাইডেন গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।


একুশে সংবাদ/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর