সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আবেগকে দাবিয়ে রাখা অসম্ভব অভিজ্ঞতা থেকে পরামর্শ শ্রাবন্তীর

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২২ পিএম, ১০ নভেম্বর, ২০২২

সেই কোন ছোটবেলায় পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে। ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের চরিত্র থেকে শুরু করে জিৎ, দেব, হিরণ প্রত্যেকের সাথেই চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। আজ আমরা কথা বলছি বাংলা ইন্ডাস্ট্রির বহুল সমালোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর কথা‌। তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবনেই বেশি আগ্রহ নেটিজেনদের।

 

শ্রাবন্তীর কথায়, ‘আমার ভাল লাগে না। ওরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছে। তবে আমি তাদের বিনোদন জোগাচ্ছি! তা ছাড়া এই সব করে অনেকে রোজগারও করেন! বিশ্বাস করুন, আমার একটুও গায়ে লাগে না। আবার এমন অনেকেই রয়েছেন যারা আমায় সমর্থনও করেন। সেটাও তো দেখা উচিত। আমি কাউকে জাজ করি না।’

 

এছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ে নিজের মতামত জাহির করেন অভিনেত্রী। নবাগত তারকাদের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়। এখন তো ‘ওটিটি’র যুগ। আমরা যখন শুরু করেছি, তখন প্রেক্ষাগৃহে গেলে উপচে পড়ত ভিড়। এখন মাচায় যেমনটা হয়। এখন দর্শকের স্বাদ পরিবর্তন হয়েছে। তাই সেই ভাবে ‘নায়ক-নায়িকা’র ভেদাভেদটা দিনে দিনে মুছে যাচ্ছে।’

 

এর সাথে নিজের ব্যক্তিগত জীবনে চলা চড়াই উৎরাই সম্পর্কে তিনি বলেন, ‘এতগুলো বছরের কেরিয়ার আমায় শিখিয়েছে ধৈর্য ধরতে। আর শিখেছি কোনও ব্যক্তিগত সমস্যাকে কখনও শুটিং ফ্লোরে আনা যাবে না। তা হলেই ক্যামেরা আমার মনে কী চলছে ধরে ফেলবে। নিজের সমস্যাকে গোপন করা খুব কঠিন। আবেগকে লুকিয়ে রাখা ভীষণ কঠিন।’

একুশে সংবাদ/ ক.প্র/ রখ

বিনোদন বিভাগের আরো খবর