সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সংগীতশিল্পী তৌসিফ আহমেদ আক্রান্ত হয়েছেন হৃদরোগে

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৫ এপ্রিল, ২০২২
ছবি: সংগৃহীত

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে গায়ক তৌসিফ আহমেদ রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান। চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন হার্ট অ্যাটাক হয়েছে আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়েছে।

সংগীতশিল্পী তৌসিফ গণমাধ্যমকে জানান, ‘ইফতারের পূর্বে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করি। বাসায় কেউ ছিল না। আমার পরিবারের সবাই ঈদ করতে গ্রামে গেছে। নিজেই হাসপাতালে গিয়েছি। ঈদের পর বাইপাস করাতে হবে।’তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করায় তৌসিফ এখন কিছুটা সুস্থতা অনুভব করছেন।

উল্লেখ্য, ‘বৃষ্টি ঝরে যায় দু’চোখে সখী গো’ এবং ‘দূরে কোথাও আছি বসে, হাত দুটি দাও বাড়িয়ে’ গান দুটি গেয়ে রাতারাতি তরুণ শ্রোতামহলে পৌঁছে যান গায়ক তৌসিফ আহমেদ। এরপর বেশ কিছু রোমান্টিক-বিরহ মুডের গান দিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই এই গায়ক রয়েছেন আলোচনার বাইরে।

পাঁচ বছর পর এবার ঈদে আসছে কণ্ঠশিল্পী তৌসিফের নতুন গান 'ভালোবাসো কি না'।তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার।এছাড়া,গান গাওয়ার পাশাপাশি তিনি লেখেন, সুর ও সংগীতায়োজন করেন। 


একুশে সংবাদ / আর.টি / এস.আই
 

বিনোদন বিভাগের আরো খবর