সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাঁজা যে নিষিদ্ধ মাদক,তা তিনি জানতেন না অনন্যা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৩ অক্টোবর, ২০২১

দফায় দফায় মামলার শুনানি হলেও জামিন মিলছে না মাদক পার্টি থেকে গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তিনি আদালতে বন্দী রয়েছেন গত ২১ দিন ধরে।  

সর্বশেষ শুনানিতে আরিয়ানের সঙ্গে মাদক নিয়ে চ্যাটিংয়ের অভিযোগ ওঠে এ প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডের বিরুদ্ধে। সে জন্য গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) তার বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তল্লাশি শেষে অনন্যার মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়।

এনসিবির দাবি, আরিয়ানকে গাঁজা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অনন্যা পাণ্ডে। ওই সূত্র ধরে অনন্যাকে এনসিবি দফতরে এনেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে এনসিবি কর্তাদের মুখোমুখি হন এ তরুণী। সে সময় তিনি দাবি করেন, গাঁজা যে নিষিদ্ধ মাদক, সেটা তিনি জানতেন না। এরপর আবার জানান, নিছক মজার ছলেই আরিয়ানকে গাঁজা দেওয়ার কথা বলেছিলেন তিনি।

প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যাকে। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং কখনো কোনো মাদক সরবরাহে লিপ্ত ছিলেন না বলে জানান। শুধু তাই নয়, গাঁজা যে মাদকের পর্যায়ে পড়ে, সেটাও তিনি জানতেন না বলে দাবি করেছেন। যদিও তার এসব বয়ানে সন্তুষ্ট নন এনসিবির কর্মকর্তারা।

আরিয়ানের বিষয়ে তদন্ত চালাতে গিয়ে তার হোয়াটসঅ্যাপে অ্যানি নামের একটি নম্বর পায় এনসিবি। যার সঙ্গে মাদক বিষয়ে চ্যাটিং করেছেন আরিয়ান। পরে এনসিবি জানতে পারে, সেই অ্যানিই হলেন অনন্যা পাণ্ডে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে এনসিবি মুম্বাই উপকূলে একটি গোয়াগামী প্রমোদতরী থেকে কয়েকজন সঙ্গীসহ গ্রেফতার করে আরিয়ানকে। বর্তমানে তিনি বন্দী রয়েছেন মুম্বাইয়ের আর্থার রোড জেলে।


একুশে সংবাদ/ঢা/তাশা

বিনোদন বিভাগের আরো খবর