সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শুভশ্রীর বোন দেবশ্রীর স্বামী গ্রেফতার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২১ পিএম, ২০ জুন, ২০২১

কলকাতার সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী। তার স্বামী অমিত ভাটিয়াকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। শুক্রবার রাতে বাগুইআটি থেকে তাকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ।

জানা যায় বিয়ের পর থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে স্বামী অমিত ভাটিয়া। সেই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দেবশ্রী। শুধু তাই নয়, স্বামীর অমিত ভাটিয়ার বিরুদ্ধে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন দেবশ্রী।

ঠিক কী ঘটেছে? এবিষয়ে মুখ খুলেছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। দেবশ্রী জানান, ''১০ এপ্রিল থেকে ওর (অমিত ভাটিয়ার) ব্যবহারে পরিবর্তন আসে। আমার এবং আমার ছেলের উপর মানসিক অত্যচার শুরু হয়, চেঁচিয়ে কথা বলা, ঝগড়া করা, এইসব। আমি ভীষণই সুখীপরিবারে বড় হয়েছি, তাই অবাক হতাম। এরপর মানসিক, শারীরিক অত্যাচার শুরু হয়। গত ফেব্রুয়ারি মাসে ও আমার থেকে এবং আমার বাবার থেকে টাকা নিয়েছিল, প্রায় ৮ সাড়ে ৮ লক্ষ টাকা। উনি ইনসিওরেন্স আছেন।''

দেবশ্রী আরও জানান, ''ঘনিষ্ঠ মুহূর্তে ওর কিছু ব্যবহারে আমার সন্দেহ হয়। একদিন আমাকে হঠাৎ করেই ছেড়ে বাগুইআটি বাড়িতে চলে যায়। এরপর থেকেই আমি ওঁর বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করি। জানতে পারি ২২ জানুয়ারি ওর বিরুদ্ধে বারাসত আদালতে একটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। যে যুবতী মামলা দায়ের করেছে, ওই মেয়েটির সঙ্গে আমি যোগাযোগ করি। ওর কথা শুনে আমি হতবাক, ওইদিন সারারাত ঘুমতে পারিনি। ওই মেয়েটির সঙ্গে অমিত এবং আমার শাশুড়ি মা দুজনেই অন্যায় করেছেন। 

আমি বিয়ের আগে এসব কিছুই জানতে পারলে কখনও ওকে বিয়ে করতাম না। কীভাবে এগুলো সমর্থন করব? সংসার বাঁচানোর জন্য? তাহলে আমি আমার ১৭ বছরের ছেলেকে কী শেখাব? আমার ছেলেকে ভালো শিক্ষা দিতে চাই। ওকে আমি কীভাবে এই পরিবেশে রাখব? ও জানবে যে ওর মা যাঁর সঙ্গে থাকে সে ধর্ষক! আর আমি যখন আমার শাশুড়ি মাকে এসব জানালাম, উনি উল্টে আমাকেই দোষ দিচ্ছেন!'' 

প্রসঙ্গত, ১৭ জুন অমিত ভাটিয়ার টেকনোসিটি থানায় শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ দায়ের করেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই অমিত ভাটিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অমিত ভাটিয়ার বিরুদ্ধে ৪৯৮, ৪০৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৭৭ এবং  ১২০B ধারায় মামলা দায়ের হয়েছে। বারাসত আদালত অমিত ভাটিয়ারে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অমিত ভাটিয়ার আইনজীবীর দাবি, ''অভিযোগকারিণী যে ১০ পাতার বিবৃতি দিয়েছেন, তা স্ববিরোধী বক্তব্যে ভরা। এই বিবৃতিতে স্পষ্ট এই ঘটনার পিছনে অন্য কোন উদ্দেশ্য লুকিয়ে রয়েছে।'' 

একুশে সংবাদ/ আরিফ
 

বিনোদন বিভাগের আরো খবর