সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈদের নাটক "হারানোর সুর" নির্মাতা  অরিন্দম মুখার্জি 

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১২ পিএম, ১২ মে, ২০২১

ঈদের দাওয়াত, কোলাকুলির অনুষঙ্গ সে ভাবে দানা বাঁধেনি তাঁদের জীবনে। আধো চেনা পার্বণের খুঁটিনাটি বোঝাবুঝিতে কোভিড অতিমারি ধ্বস্ত দিনে সেই ঈদ অন্য অর্থ বহন করছে কারও কাছে। ঈদে নতুন পোশাক, সিমুই ছাপিয়ে রেহানের ব্যাট আর নুরু‘র ওয়াসিম দের বড় অবলম্বন। প্রাক-ঈদ চাঁদ রাতের ঠিক আগে তাঁদের কারও কারও জন্য খড়কুটোর সাহায্য এসেছে। রেহান, নূর, সালমা আর সাকিবে‘র কাছে বিক্ষিপ্ত অনুভবের ছোঁয়াচেই সেজে উঠছে অসহায়, ঈদের খুশি।

এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘হারানো সুর’। নাটকটি পরিচালনা করেছেন অরিন্দম মুখার্জী বিংকু। রচনা করেছেন সৌম্য। অভিনয় করেছেন সাইফুল আলম বাবু, অপর্না চৌধুরী, মো: আলী টিটু, ঋতু পর্না সেনগুপ্ত, মিখাইল রফিক , অরিত্র ভট্টাচার্য, মহাশ্বেতা দাশ গুপ্তা ও মোশারফ ভূঁইয়া পলাশ প্রমুখ।

হারানো সুর নাটকটি সম্প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন ও তৃতীয়দিন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে।আশা করি নাটক টি দর্শকদের মনে কিছু টা হলেও জায়গা করে নিতে পারবে।

তানজিনা লুনা

বিনোদন বিভাগের আরো খবর