সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পরিচালক শ্রীলেখা কি চমক আনছেন দর্শকদের জন্য

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২১

শ্রীলেখা মিত্রকে একজন অভিনেত্রী হিসেবেই চিনি,  এবার তিনি ছবি পরিচালনায়। ছবির নাম 'বিটার হাফ'। এক দম্পতির তিক্ত হয়ে যাওয়া সম্পর্কের গল্প উঠে আসবে শ্রীলেখার ছবিতে।  যা ছবির নামেতেই বেশ স্পষ্ট।

এবিষয়ে শ্রীলেখা মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ''এটা একটা সম্পর্কের গল্প। বেটার হাফ নয় কিন্তু বিটার হাফ। বেটার হাফ-এর সঙ্গে যে সম্পর্কটা তেতো হয়ে গিয়েছে। আবার এটাকে একটা থ্রিলারও বলতে পারো। অভিনয়ে আমি ছাড়াও ভারত কল আর নবাগতা চান্দ্রী মুখোপাধ্যয় রয়েছেন। এই ছবিটিতে শুধু অভিনয় আর পরিচালনা নয়, গল্প, চিত্রনাট্যও আমার। পাশে আর্ট, কস্টিউম ডিপার্টমেন্টটাও দেখতে হয়েছে। তাই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিলো।  ছবির DOP হলেন জয়দীপ বোস। তবে এই ছবিটা যাঁদের ছাড়া হয়ত হত না, তাঁরা হলেন শুভব্রত চট্টোপাধ্যয়,  ইন্দ্ররূপ ভট্টাচার্য।'' 
ছবির প্রযোজক অবশ্য ইন্ডাস্ট্রির কেউ নন বলে জানালেন শ্রীলেখা।

শ্রীলেখা আরও জানালেন, তিনি তাঁর প্রথম ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন। বুধবার থেকে এডিটিংয়ের কাজ শুরু হবে। এতদিন পর ছবি পরিচালনায় কেন? এপ্রশ্নে অভিনেত্রী, তথা নতুন পরিচালক জানান, ''এতদিন সেভাবে আত্মবিশ্বাসী ছিলাম না, এবার মনে হয়েছে যে পারব।'' ছবিটি ৩০ মিনিটের মধ্যে রাখার কথা ভেবেছেন বলে জানালেন শ্রীলেখা। ছবি মুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা বলে তিনি বলেন, ''আাপাতত OTT-র কথা ভেবে রেখেছি। তবে এটার সিক্যুয়াল বানিয়ে বড়পর্দাতেও মুক্তি দিতে পারি।''

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে অবশ্য এখনই কিছু বলতে নারাজ শ্রীলেখা। তিনি বললেন, ''আমার চরিত্রটা বললে সব বলা হয়ে যাবে। শুধু এটুকু বলব, আমার চরিত্রে চমক রয়েছে।''


একুশে সংবাদ/জ/আ

বিনোদন বিভাগের আরো খবর