সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীলেখার নামে ভুয়া অ্যাকাউন্ট

এই বেজন্মার বিরুদ্ধে পদক্ষেপ করুন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৩ পিএম, ২ ডিসেম্বর, ২০২০

পুরুষের নাম দিয়ে শ্রীলেখা মিত্রের নামে ভূয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।এর আগে শ্রাবন্তী, রাজ চক্রবর্তী, অপরাজিতা আঢ্য-র নামে খোলা হয়েছিল ভূয়া অ্যাকাউন্ট। এবার সেই তালিকা থেকে শ্রীলেখাও বাদ পরলেন না।

অভিনেত্রীর অভিযোগ, এর আগেও নাকি তাঁর নাম দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এ বারের কাণ্ড সরাসরি চোখে পড়তেই একই সঙ্গে প্রচণ্ড ক্ষুব্ধ শ্রীলেখা।

শ্রীলেখা অভিযোগ করে বলেন, ‘‘দেবাশিস বসু নামের একটি লোক আমার ছবি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলেছেন।দেখে শুনে হতভম্ব আমি। স্ক্রিন শট নিয়ে ফেসবুকে পোস্ট করে সঙ্গে সঙ্গে লিখেওছি, আমার নাম দেবাশিস বসু কবে থেকে হল?একই সঙ্গে মন্দ ভাষায় তিরস্কারও করেছেন অভিযুক্তকে, ‘এই বেজন্মার বিরুদ্ধে পদক্ষেপ করুন’! অভিনেত্রীর দাবি, যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তেমনটাই ফেরত দিয়েছেন। যদিও তাঁর কিছু অনুরাগীর মতে, শিক্ষিত শ্রীলেখার মুখে ‘সোনা’, দুষ্টু’ ছাড়া বেশি খারাপ ভাষা মানায় না।

একুশে সংবাদ /আর/এস

বিনোদন বিভাগের আরো খবর