সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেন্দ্রীয় চরিত্রে স্বাগতা

করোনা সচেতনতা নিয়ে নাটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৯ নভেম্বর, ২০২০

করোনা সচেতনতা নিয়েই একটি নাটক নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করছেন সৈয়দ আওলাদ। 

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জিনাত শানু স্বাগতা। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা সচেতনতার গান ও বিজ্ঞাপনে কাজ করেছি এর আগে। তবে নাটকে এ বিষয় নিয়ে কাজ করিনি। এবার সেই সুযোগটি পেয়েছি আমি। আশা করছি নাটকটির মাধ্যমে দর্শকরা করোনা থেকে সুরক্ষিত থাকার বিষয়ে দিকনির্দেশনা পাবেন।’ 

এদিকে রুমান রনির পরিচালনায় ‘এক ফালি রোদ’ নামের একটি খণ্ড নাটকেরও শুটিং করেছেন চলতি মাসে। অন্যদিকে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এটিরও শুটিং শেষ হয়েছে চলতি মাসেই। 

এছাড়া একই পরিচালকের ‘মানুষের বাগান’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন স্বাগতা। যেটি মুক্তির অপেক্ষায় আছে। 

আর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপপুণ্য’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা। 

এদিকে আফসানা মিমির পরিচালনায় বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত  ‘শায়ংকাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। 

একুশে সংবাদ /এস.ক/ এস

বিনোদন বিভাগের আরো খবর