সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাধারণ জ্ঞানের আসর

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৩ মে, ২০২৪

সাধারণ জ্ঞানের আসর

১.  SPARRSO কী?

উ.  মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র।

২. SPARRSO এর পূর্ণরূপ কী?

উ.  Space Research and Remote Sensing Organization.

৩. SPARRSO কোথায় অবস্থিত?

উ. ঢাকার আগারগাঁয়ে।

৪. ১৫ নভেম্বর ২০০৭ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম কি?

উ. সিডর

৫. সিডর কোন শব্দ ?

উ. সিংহলী ( এর অর্থ চোখ)

৬. বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আইলা কবে আঘাত হানে?

উ. ২৫ মে ২০২৯

আইলার ক্ষতি

৭. আইলা শব্দের অর্থ কি?

উ. ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।

 

একুশে সংবাদ/ এসএডি

 

 

 

শিক্ষা বিভাগের আরো খবর