সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাধারণ জ্ঞানের আসর

জেনে নিন আপনার এলাকার নতুন-পুরাতন নামগুলো

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২২ মে, ২০২৪

আমাদের দেশের বিভিন্ন স্থান ও জেলার নাম পরিবর্তিত হয়ে আজকের নামে রূপলাভ করেছে। 
আজকে তেমনি কয়েকটা জায়গার নাম তুলে ধরা হলো পাঠকদের জন্য-


১. বর্তমান গাজীপুরের পরনো নাম ছিল জয়দেবপুর

২. বর্তমান ফরিদপুরের পুরনো নাম ছিল ফাতেহাবাদ

৩. ঢাকার বর্তমান আসাদ গেটের আগের নাম ছিল আইয়ুব গেট

৪. বর্তমান সিলেট নামটি এসেছে পুরনো জালালাবাদ নামটি থেকে

সিলেটের লক্ষণছড়া

৫. উত্তরবঙ্গের দিনাজপুর জেলার নামটি এসেছে পুরনো  গন্ডোয়ারল্যান্ড নাম থেকে

৬. আজকের ময়মনসিংহ’র পুরনো নাম ছিল নাসিরাবাদ

 

একুশে সংবাদ/ এসএডি
 

শিক্ষা বিভাগের আরো খবর