সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উপবৃত্তি মেসেজটি ভূয়া, সতর্কবার্তা শিক্ষা মন্ত্রনালয়ের

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৯ অক্টোবর, ২০২১
সংগৃহীত

উপবৃত্তি দেওয়ার নাম করে শিক্ষামন্ত্রী ড. দীপু মনির নামে ভূয়া মেসেজ অভিভাবকদের মোবাইলফোনে পাঠানো বিষয়ে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পাতা হয়েছে।

গত কয়েকদিন ধরে একটি মেসেজ বার্তা 
অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে যেখানে লেখা রয়েছে, প্রিয় শিক্ষার্থী, Coronavirus (Covid-19) এর কারণে তোমাদের উপবৃত্তির ৪২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন।
সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। '

'মোবাঃ ০১৬২৫০৪৭৫৮০, গোপন নম্বরঃ ১৯৫৮,
শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি'

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যম কে বলেন, গত কিছু দিন ধরে এমন এসএমএস পাঠানো হচ্ছে।শিক্ষামন্ত্রী এমন কোন উপবৃওি কথা কোথাও বলেনি।মেসেজটি প্রতারণাকারীরা অভিনব ফাঁদ।সবাইকে এবিষয়ে সর্তক থাকতে বলা হয়েছে। 

একুশে সংবাদ/মুন্নী/এএমটি

শিক্ষা বিভাগের আরো খবর