সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এসএসসি ১৪ নভেম্বর, ২ ডিসেম্বর থেকে এইচএসসি

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ চলতি বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে। আজ সোমবার অনুমোদন দেওয়া হয় এই দুই পরীক্ষার সময়সূচির।

সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে তিনটা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি পরীক্ষা হয় এসএসসি, দাখিল ও কারিগরি। করােনার কারণে এবার এসব পরীক্ষা পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর মাসে। অন্যদিকে নিয়মিত ভাবে এপ্রিলে  অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরে।


একুশে সংবাদ/জা/তাশা 

শিক্ষা বিভাগের আরো খবর