সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন 

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৮ মে, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন,স্বাস্থ্যবিধি মানা, জরুরি সেবা ব্যতিত জনসমাগম এড়াতে বিভিন্ন ব্যবসায়িক,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। 

তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে মানববন্ধন করছে লালমনিরহাট জেলা ছাত্র সমাজ।

২৭ মে (বৃহস্পতিবার) বিকালে লালমনিরহাট জেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে শহরের  প্রাণ কেন্দ্র মিশন মোড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন, করোনার ভয়াল থাবা থেকে ছাত্র/ছাত্রীদের বাঁচাতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কিন্তু দীর্ঘ দিন বন্ধ থাকার কারনে ছাত্র/ ছাত্রীরা মেধার বিকাশ হচ্ছে না। তাই প্রয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে হলে  শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক সেকেন্দার আলী, যুব সংহতির অন্যতম নেতা আকাশ জুয়াদ্দার ও জেলা এবং উপজেলার জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 


 

 

একুশে সংবাদ/জামাল/ব

শিক্ষা বিভাগের আরো খবর