সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সপ্তাহে একদিন বন্ধ থাকবে বশেমুরবিপ্রবি 

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাপ্তাহিক ছুটি দুই দিনের পরিবর্তে এক দিন করার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় খোলার পরে সপ্তাহে শুধু শুক্রবার বন্ধ রেখে বাকি ৬দিন ক্লাস করানো হবে। এনিয়ম অন্য বিশ্ববিদ্যালয় না করলেও শিক্ষার্থীরা চাইলে আমরা চালু করবো এবং ক্লাসের সময় বাড়িয়ে পাঠ্যসূচি শেষ করে দেওয়া হবে। এসময় তিনি আরও বলেন, শিক্ষক স্বল্পতা দূর করার জন্য খ-কালীন শিক্ষক নিয়োগ দিয়ে ৫ মাসের মধ্যে কোর্সগুলো শেষ করতে পারলে সেশনজট কাটানো সহজ হবে।

এছাড়া বিশ্বিবদ্যালয়ের গ্রন্থাগারের বিষয়ে উপাচার্য বলেন, ইতোমধ্যে লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহের জন্য আমি নির্দেশ দিয়েছি। এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও আগের থেকে অধিক সময় অর্থাৎ রাত ৯টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা হবে।

একুশে সংবাদ/রা.ই/আ

শিক্ষা বিভাগের আরো খবর