সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বশেমুরবিপ্রবির গণরুম হবে ছোটো ছোটো কক্ষ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গণরুমে একসাথে শিক্ষার্থী থাকার পরিবর্তে সেটিকে ছোটো ছোটো কক্ষে বিভক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.এ কিউ এম মাহবুব।


উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমরা গণরুম রাখবো না। গণরুমের হিজিবিজি পরিবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক প্রভাব পড়ে এবং শিক্ষার্থীরা সুস্বাস্থ্য নিশ্চিত হয় না। সেজন্য গণরুমে পার্টিশন দিয়ে ছোট ছোট রুম করে সেখানে চার-পাঁচজন করে শিক্ষার্থী রাখবো এবং বাকি শিক্ষার্থীদেরকে হলের বর্ধিত অংশ নিয়ে যাওয়া হবে।

এছাড়াও হলে রিডিং রুম, ক্যান্টিন, সুপেয় পানিসহ শিক্ষার্থীদের সুযোগ সুবিধার দিকে দৃষ্টিপাত করা হবে বলে জানিয়েছেন তিনি।

একুশে সংবাদ/ রা.সৈ / এস

শিক্ষা বিভাগের আরো খবর