সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য চলমান মাস্টার্সসহ সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের নির্দেশে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য মাস্টার্স পরীক্ষাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় সরাসরি পাঠদান ও পরীক্ষা বন্ধ রয়েছে।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে সম্প্রতি পরীক্ষা শুরু হয়।

নতুন সিদ্ধান্তে ২৪ মের আগে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। কেননা শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন,  দেশের বিশ্ববিদ্যালয় খুলবে রোজার ঈদের পর ২৪ মে।

শিক্ষা বিভাগের আরো খবর