সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভালোবাসা দিবসে কুবি সিঙ্গেল সোসাইটির বিক্ষোভ মিছিল 

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

‘‘প্রেমের মন্দিরে তালা, বন্ধুত্বের দরজা খোলা’’ এই প্রতিপাদ্য ধারণ করে ‘বিশ্ব ভালোবাসা দিবসে’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সোসাইটি। বিক্ষোভ মিছিলে নানা স্লোগানে মুখরিত ছিলো ক্যাম্পাস। ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। কুবির মাটি সিঙ্গেলদের ঘাটিসহ নানা স্লোগান দেয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১ টার সময় বিশ্ববিদ্যালয়ের গেইট সংলগ্ন স্থান থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শালবন বিহার হয়ে বিশ্ববিদ্যালয়ের গেইটে এসে শেষ হয়। এরপর কেক কেটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সোসাইটির সভাপতি অনিকেত প্রান্তর। 

এ সময় তিনি বলেন, “আমরা প্রেমের বিরুদ্ধে নই বরং  পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। প্রেম যেন সার্বজনীন হয়। বিয়ের আগে তথাকথিত প্রেম বিসর্জন দিয়ে সার্বজনীন প্রেমে আসার আহবান জানান। এমনকি প্রয়োজনে গণবিবাহের আয়োজন করার কথাও বলেন।”

এছাড়া তিনি যারা ডাবল হওযার চেষ্টায় আছেন তাদের পদত্যাগের জন্য বলেন। এবং ফেসবুকের টাইমলাইনে সিঙ্গেলের তকমা ও স্ট্যাটাস দেওয়ার জন্য আহবান করেন।”

এসময় সোসাইটির শহর কমিটি, ক্যাম্পাস কমিটিসহ হল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 


একুশে সংবাদ/ ই.ফ /এস

শিক্ষা বিভাগের আরো খবর