সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কুবিতে আইকিউএসি‍‍`র "ব্যক্তি মূল্যায়ন রিপোর্ট লেখা" বিষয়ক ট্রেনিং 

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০০ পিএম, ২৭ জানুয়ারি, ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইকিউসি কর্তৃক "How to Write a Self-Assessment Report" (ব্যক্তি মূল্যায়ন রিপোর্ট লেখা) বিষয়ের উপর একটি ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই ট্রেনিং সেশনটি অনুষ্ঠিত হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউইসির অতিরিক্ত পরিচালক  অধ্যাপক ড. মো. জাহানুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, লিডারশিপ হয় ত্যাগ থেকে। যে ভোগের সাম্রাজ্যে ঢুকবে তার মর্যাদা তত কমবে। তাই, আত্ম নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আগে আইকিউসি ছিলো কিন্তু কাজ হচ্ছিল না। এখন আমরা কোয়ালিটি নিয়ে কাজ করছি। আপনারা খুবই সতর্কভাবে ট্রেনিংটা করুণ, সতর্কভাবে না করলে হবে না। যে জানে আর যে জানে না, তাদের মান এক না।


একুশে সংবাদ/ ই.ফ/এস
 

শিক্ষা বিভাগের আরো খবর