সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাজারে কম দামে মিলছে না সয়াবিন তেল

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৪ মার্চ, ২০২৪

রোজার আগে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে সরকার সয়াবিন তেলের শুল্ক-কর কমিয়েছে। ফলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমেছে। নতুন এই দাম গত ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো বাজারে নতুন দরের তেল আসেনি। তবে বোতলজাত সয়াবিন তেল গায়ে লেখা দরের চেয়ে কিছুটা কম রাখতে দেখা গেছে।

সরবরাহকারী কম্পানিগুলো বলছে, তারা বাজারে নতুন দরের সয়াবিন তেল ছেড়েছে। দু-এক দিনের মধ্যে ক্রেতারা পেয়ে যাবে। অন্যদিকে ক্রেতারা বলছে, বাজারে তেলের দাম বাড়ানোর ঘোষণা হলেই সাথে সাথে বেশি দামে বিক্রি শুরু করে দেন ব্যবসায়ীরা। কিন্তু দাম কমিয়ে কার্যকরের তারিখ ঘোষণা দেওয়ার সপ্তাহ চলে গেলেও বাজারে কম দরের তেল পাওয়া যায় না।

গত ২০ ফেব্রুয়ারি সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী এখন প্রতি লিটার নতুন বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা ও খোলা সয়াবিন তেল ১৪৯ টাকায় বিক্রি হওয়ার কথা।

সোমবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বিক্রেতারা আগের বাড়তি দরেই তেল বিক্রি করছেন। ক্রেতারা নতুন দরের তেল পাচ্ছে না। বিক্রেতারা এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৭৩ টাকা, দুই লিটার সয়াবিন তেল বসুন্ধরা ছাড়া সবাই ৩৪৬ টাকায় বিক্রি করছেন। কিন্তু বসুন্ধরা সয়াবিন তেল ১৩ টাকা কমে ৩৩৪ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৮৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে খোলা সয়াবিন তেল লিটার ১৫২ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

ভোজ্য তেল বিপণনকারী কোম্পানি টিকে গ্রুপের পরিচালক শফিউল আতহার বলেন, ‘নতুন দামের সয়াবিন তেল বাজারে ১ মার্চ থেকে ছাড়া হয়েছে। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে নতুন দামের পণ্য সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। দু-এক দিনের মধ্যে বাজারে পৌঁছে যাবে।’

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ‘খুচরা বাজারে প্রভাব পড়তে দু-এক দিন সময় লাগতে পারে।’

বাজারে সয়াবিন তেলের পরিবর্তে প্রচুর পরিমাণ ভিটামিন-ই সমৃদ্ধ সানফ্লাওয়ার অয়েলের চাহিদা রয়েছে। ব্র্যান্ডের এক লিটার বোতলজাত সানফ্লাওয়ার অয়েল ৪০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। সরিষা ও রাইস ব্র্যান অয়েলেরও বিক্রি বেড়েছে। সানফ্লাওয়ার ও রাইস ব্র্যান অয়েল বাজারের অন্যান্য তেলের তুলনায় অনেকটাই স্বাস্থ্যকর হওয়ায় এই তেলের চাহিদা বাড়ছে বলে বিক্রেতারা জানান।

এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সরিষার তেল প্রতি লিটার ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

একুশে সংবাদ/ব.র.প্র/জাহা
 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর