সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গরীবের ডিমের দামও বাড়িয়ে দিল,আর কি খামু ?

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০২ পিএম, ১৩ আগস্ট, ২০২২

স্যার, ডিম দিয়ে ভাত খাবো সেই সুযোগটাও নাই। ডিম তাও ১৫৫ টাকা ডজন!! ১০হাজার টাকা বেতন পাই। এই টাকা দিয়ে আমরা স্বামী-স্ত্রী চলি। আর কিছু বাঁচিয়ে গ্রামে ছেলের পড়া-লেখার জন্য দেই। এখন নিজেদের চলাই কষ্ট হয়ে যাচ্ছে।’

‘এই দেশে জন্ম নিয়েই আমরা পাপ করেছি। শনিবার সকালে এভাবেই একুশে সংবাদের কাছে নিজের কথাগুলো বলছিলেন  মিরপুর রূপনগর আবাসিক এলাকার একটি বাসার দাড়োয়ান আকবর হোসেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরত বেড়েই চলছে। প্রতিদিনই পণ্যে দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণের প্রোটিনের উৎস ডিমও ধীরে ধীরে অনেক দামি পণ্যে পরিণত হয়ে যাচ্ছে। 

সপ্তাহের ব্যবধানে ডিমের হালি দামে হাফ সেঞ্চুরি পার করেছে। হালি প্রতি মুরগির ডিম (লাল) বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।

এক সপ্তাহ আগেও ডজন প্রতি ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে। তা এখন ডজনে ২০-২৫ টাকা বেড়েছে। একটি ডিমের দাম পড়ছে প্রায় ১৩ টাকা। পাইকারি বাজারে একই ডিম বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকায়। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৪ থেকে ১৪৫ টাকায়।  

অন্যদিকে হাঁসের ডিম হালি বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৮০ থেকে ১৯০ টাকায়। অর্থ্যাৎ প্রতি ডিমে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ডিমের দামের এমন তথ্য পাওয়া গেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বৃদ্ধি ও ডিমের উৎপাদন কমে যাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। জানতে চাইলে রামপুরা বাজারের ডিম বিক্রেতা বেলাল বলেন, ডিমের দাম বৃদ্ধির প্রধান কারণ উৎপাদন কমে গেছে।

একুশে সংবাদ/এসএস

 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর