সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আবার বাড়ল ডলারের দাম

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১২ জুন, ২০২২

গত কয়েক মাস ধরে ডলারের চাহিদা বেশি থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে ডলারের। গত মঙ্গলবার প্রতি ডলার সর্বোচ্চ ৯২ টাকায় বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এর ঠিক একদিন পরেই হঠাৎ করে ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয়।

 

রোববার (১২ জুন) আবার ৫০ পয়সা বাড়িয়ে প্রতি ১ ডলার ৯২ টাকায় বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

 

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনার পরে আমদানি ব্যয় অধিক হারে বেড়ে গেছে। রপ্তানির তুলনায় আমদানি বেড়ে যাওয়ায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে। বাজারের চাহিদা সামালাতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।

 

গত এক মাসে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ টাকা ৫ পয়সা। এ নিয়ে চলতি বছরে শুধু ডলারের বিপরীতে অন্তত ১০ বার মান হারিয়েছে টাকা।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর