সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশীয় পণ্যের ‘দেশজ ক্রাফটস’ মেলা শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৩ নভেম্বর, ২০২১

দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দুদিনব্যাপী দেশজ ক্রাফটস মেলা৷ এতে অংশ নিয়েছেন ৩৭টি স্টলে প্রায় ৪০ জনের বেশি উদ্যোক্তা৷ দেশজ ক্রাফটসের উদ্যোগে আয়োজিত এ মেলায় শুধুমাত্র দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে বেশিরভাগ তরুণ উদ্যোক্তা অংশ নিয়েছেন৷

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ এর ডব্লিওভিএ অডিটোরিয়ামে এ মেলা শুরু হয়৷ মেলা চলবে শনিবার (১৩ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত৷ দেশজ পণ্যের ভেতরে এখানে রয়েছে মসলিন, জামদানি, ক্রাফটস, শো-কেজিং পণ্য, বাঁশ বেতের পণ্য, গহনাসহ নানান দেশজ পণ্য।

এই মেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনাম জাহান শিলা৷ বিশেষ অতিথি ছিলেন টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম৷

জানা গেছে, মেলায় উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স নিয়ে আলোচনা করা হয়৷ শনিবারও থাকবে উদ্যোক্তাদের সিগনেচার পণ্য নিয়ে একটি আলোচনা পর্ব।

একুশে সংবাদ/রাফি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর