সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ বন্ধ থাকছে ব্যাংক ও পুঁজিবাজার 

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫৩ এএম, ৮ আগস্ট, ২০২১

আজ সারা দেশে বন্ধ থাকছে ব্যাংক শেয়ারবাজার ও বিমা প্রতিষ্ঠানও । করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

১০ তারিখ পর্যন্ত কঠোর বিধিনেষেধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও তাদের প্রজ্ঞাপনে জানায়, রোববার ব্যাংক বন্ধ থাকবে। আর বাকি দু’দিন সোমবার (৯ আগস্ট) ও মঙ্গলবার (১০ আগস্ট) ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

মাস্ক পরিধানসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। কঠোর বিধিনিষেধ শেষ হলে বুধবার (১১ আগস্ট) থেকে ব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় প্রথম সপ্তাহে শুক্র, শনির সঙ্গে রবিবারও ছুটি রাখা হয় এবং দ্বিতীয় সপ্তাহের রোব ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট)  এ বিষয়ে একটি সার্কুলার জারি করেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।

করোনা সংক্রমণের বিস্তাররোধে সরকারের নেওয়া দফায় দফায় বিধিনিষেধের সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ ব্যাংকও ব্যাংক খাতের লেনদেনসূচি এবং সময়সীমা পরিবর্তন করে আসছে গত প্রায় দেড় বছর ধরে। এ সময় ব্যাংকগুলোকে অনলাইন ব্যাংকিং, এটিএম সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। কোনো কোনো সময় জনবল রোটেশনে এবং সরাসরি ব্যাংকিং সেবার সংখ্যা কমিয়ে শাখা ও কার্যালয়ে জনসমাগম কমানোর নির্দেশও দিতে দেখা গেছে।

এদিকে ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও বিভিন্ন সময় প্রজ্ঞাপন দিয়েছে। ব্যাংকের লেনদেনের সময় ওঠানামার সঙ্গে সঙ্গে পুঁজিবাজারেও লেনদেনের সময়সূচি পরিবর্তন করতে দেখা গেছে।

যেহেতু বাজারের লেনদেন নিষ্পত্তি নির্ভর করে ব্যাংকের ওপর সেহেতু ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজার বন্ধের সিদ্ধান্ত জানায় বিএসইসি। তাই আজও ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে তুলে নেওয়া হবে কঠর বিধিনিষেধ তারপর থেকে খোলা হবে সব ব্যাবসা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান । এতে করে পুঁজিবাজারে কিছুটা সাভাবিক অবস্থান দেখা দিবে ।


একুশে সংবাদ/স.টি/বর্না
 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর