সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশে রেমিট্যান্স রেকর্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫১ এএম, ৮ জুলাই, ২০২১

বাংলাদেশে আবারও ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।   সরকারি হিসাবে ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি। এক বছরে প্রবাসী আয়ের এতটা বৃদ্ধি গত ৩০ বছরে দেখেনি বাংলাদেশ।

অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে  বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

করোনাভাইরাসের প্রকোপে বিশ্ব অর্থনীতি যেখানে বিপর্যস্ত, সেখানে বাংলাদেশের প্রবাসী আয় বাড়ল কীভাবে? আর বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস যে প্রবাসীরা, তাদের কল্যাণে ও দক্ষতা বাড়াতে কী করা হয়েছে বা হচ্ছে?

প্রবাসীদের পাঠানো এ রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ  বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর