সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভ‌রিতে আড়াই হাজার টাকা কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৫ নভেম্বর, ২০২০

করোনা পরিস্থিতিতে গত অক্টোবরে ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর পর এ মাসে এসে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্ব‌র্ণের নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, আজ বুধবার থেকে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৩৩ টাকা। যা গতকাল মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৬ হাজার ৩৪১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৭০ হাজার ৬৮৪ টাকা। যা মঙ্গলবার বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ১৯২ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম পড়বে ৬১ হাজার ৯৩৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ছিল এই মানের স্বর্ণের দাম রয়েছে ৬৪ হাজার ৪৪৪ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ কেনা যাবে ৫১ হাজার ৬১৩ টাকায়। এই মানের স্বর্ণ গতকাল পর্যন্ত বিক্রি হয় ৫৪ হাজার ১২১ টাকায়।

একুশে সংবাদ/জা/এআরএম

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর