সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আলুর দাম বাড়িয়ে পুনর্নির্ধারণ হচ্ছে : কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২০ অক্টোবর, ২০২০

খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, সরকার পর্যালোচনা করছে আলুর মূল্যের সার্বিক পরিস্থিতি নিয়ে। যে দামে সবার স্বার্থ রক্ষা হয়, সে দামই নির্ধারণ করা হবে।

বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে দাম নির্ধারণে আজ ৩টায় কৃষি বিপণন অধিদপ্তরে বৈঠকের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, কৃষকরা যেনো ন্যায্য দাম পায় সে কথা মাথায় রেখেই করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দাম বাড়ানোর পরিকল্পনা করা হয়। তবে, এর অপসুযোগে পরিস্থিতি এমন বেহাল হয়ে যাবে ধারণা ছিলো না বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, পেঁয়াজের ক্ষেত্রে ইরান, তুরস্ক, পাকিস্তান, মিয়ানমার থেকে আমদানির পরিকল্পনা থাকলেও আলু আমদানির পরিকল্পনা নেই। তবে, নতুন আলু উঠলে দাম কমে যাবে।

একুশে সংবাদ/ডিটি/এআরএম

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর