সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাল সনদ-সিল ব্যবহার কারিকে গ্রেফতার করেছে :র‌্যাব-৪

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৯ জুলাই, ২০২১

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে চাকরির দেয়ার নামে জাল সনদ-সিল ব্যবহার করার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক আব্দুল মালেক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪; বিপুল পরিমাণ জাল কাগজপত্রাদি ও সিল জব্দ।

আজ দুপুর ১.৩০ মিনিটে কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক 
( অতিরিক্ত উপ-মহা পরিদর্শক ) মুজাম্মেল হক এ তথ্য জানান । সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় যে, একটি সংঘবদ্ধ পেশাদার চক্র সাধারণ জনগণকে চাকুরী দিয়ে এবং চাকুরী দেয়ার নামে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৯/০৭/২০২১ ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার কাজে ব্যবহৃত জালসনদপত্র ও বিভিন্ন নথিপত্রসহ নিম্নোক্ত কুখ্যাত প্রতারকচক্রের মূলহোতাকে গ্রেফতার করে র‌্যাব ।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার কৃত অপকর্মের বিষয়টি স্বীকার করেছে। পলাতক আসামী
আব্দুর রাজ্জাক (৫০), আল-আমিন (২৫) এবং অবিনাষ (৩২)সহ তার অন্যান্য সহযোগীদের সহায়তায় তার এই
প্রতারণার কার্যক্রম চালিয়ে আসছিল।

 

একুশে সংবাদ/বেলাল/ব

অপরাধ বিভাগের আরো খবর