সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কারাবন্দীর নারীসঙ্গ

তুষারের নতুন কেলেঙ্কারিতে কপাল পুড়লো জেল সুপার ও জেলারের

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৪ জানুয়ারি, ২০২১

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত জেনারেল ম্যানেজার তুষার আহমেদের নতুন কেলেঙ্কারিতে কপাল পুড়লো জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদের। কাশিমপুর কারাগার–১ থেকে তাদের রোববার (২৪ জানুয়ারি) সকালে প্রত্যাহার করা হয়েছে। কারাবন্দী হল তুষার আহমদ কারাগারের কর্মকর্তার কক্ষে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনা ফাঁসের জেরে মোট ৫ জনকে প্রত্যাহার করল কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরির্দশক কর্নেল মো. আববার হোসেন গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

৬ জানুয়ারি কারা কর্মকর্তারা তুষার আহমদের সঙ্গে এক নারীর সময় কাটানোর সুযোগ করে দেন। কারাগারের সিসিটিভির ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে যাঁরা সম্পৃক্ত, তাঁদের চিহ্নিত করেছে ঘটনা তদন্তে কাজ করা দুটি কমিটি।

কারাগার সূত্র জানায়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কাশিমপুর কারাগার পার্ট-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে কারা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২২ জানুয়ারি) সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মাইন উদ্দিন ভূঁইয়াসহ তিনজনকে প্রত্যাহার করা হয়।

তারা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আবদুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান।

একুশে সংবাদ/অমৃ

অপরাধ বিভাগের আরো খবর