সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডিজিএফআই পরিচয়দানকারি এক যুবক জনাতার হাতে আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ৯ জানুয়ারি, ২০২১

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা সংস্থা (ডিজিএফআইয়ের) পরিচয় দিয়ে প্রার্থীর কাছ থেকে টাকা দাবি করতে গিয়ে যুবক আটক।

শনিবার দুপুরে উপজেলার লোহাগাছ সাতরাস্তা এলাকা থেকে ডিজিএফআই পরিচয়দানকারি সদস্যকে জনতা আটক করে। পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ডিজিএফআই পরিচয়দানকারি সোহেল রানা রাকিব (৩৬) মাগুরা সদর উপজেলার বামনখালী গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

শ্রীপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, রাকিব পৌরসভা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ডিজিএফআই পরিচয়ে কৌশলে টাকা নিতেন।

শনিবার জনতার সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন, প্রশ্নের তোপের মুখে তার পরিচয় জানতে চাইলে রাকিব কোন বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে থানায় খবর দেওয়া হলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একুশে সংবাদ/ টি.এই/এস

অপরাধ বিভাগের আরো খবর