সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীতে ময়লার বালতিতে মিললো শিশুর মরদেহ

প্রকাশিত: ০১:০৮ পিএম, ২০ অক্টোবর, ২০২০

রাজধানীর হাজারীবাগের হঠাৎ কয়েকজনের চোখ পড়ে একটি বাসার সামনে রাখা বালতিতে। বালতিটির মধ্যে উল্টো হয়ে পড়ে আছে একটি শিশু। তাকে উদ্ধার করা হলেও শিশুটির দেহে ছিল না প্রাণ। নিথর পড়ে থাকা আনুমানিক দেড় বছর বয়সী শিশুটি কার, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করছে হাজারীবাগ থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে রাখা ময়লার বালতি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

বালতিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, না কেউ মারার পর শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে কেউ বিষয়টি বলতে পারছে না।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদ রহমান জানান, হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে রাখা ময়লার বালতিতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, শিশুটির বয়স আনুমানিক দেড় বছর হবে। তার নাম বা পরিবারের পরিচয় আমরা এখনো জানতে পারেনি। তবে পরিচয় শনাক্তে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক কাজ শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

একুশে সংবাদ/ঢা/এআরএম

অপরাধ বিভাগের আরো খবর